জল্পনা চলছিল, কেন এখনও ছেলের সঙ্গে ছবি দিচ্ছেন না বলিউড
অভিনেতা অর্জুন রামপাল! অবশেষে ভক্তদের মনোবাসনা পূর্ণ হলো। নিজের ইনস্টাগ্রামে
ছেলের সঙ্গে প্রথম ছবি শেয়ার করলেন অর্জুন রামপাল। তবে মা হওয়ার পর প্রথমেই ছেলের
সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা। ইনস্টাগ্রামে
সাদা-কালো ওই ছবিতে দেখা যাচ্ছে অর্জুনের কোলে সাদা তোয়ালে মোড়া এক সদ্যোজাত।
গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েডস তাঁর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে এই ছবি পোস্ট করেছেন। তবে
ছেলের মুখ হয়তো সতর্ক ভাবেই ফ্রেমের বাইরে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছেলের জন্ম দেন গ্যাব্রিয়েল। অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েল দিমিত্রিয়েডস গত প্রায় এক বছর ধরে ডেট করছেন। বর্তমানে অর্জুন রামপালের সঙ্গে তাঁর স্ত্রী মেহর জেসিয়ার বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। বছর কুড়ি আগে অর্জুন-মেহরের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে মাহিকা(১৭) ও মিরা (১৪)। বিবাহ বিচ্ছেদের মামলা চললেও দুই মেয়ের সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক খুব ভাল। এদিনও মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে দেখা যায় দুই মেয়েকে দেখা যায়। এখানেই গ্যাব্রিয়েলা সন্তানের জন্ম দিয়েছেন। সেখানে অর্জুনকে স্বভাবতই বেশ খুশি দেখাচ্ছিল।
click and follow Indiaherald WhatsApp channel