তিনি বিগ বি।
বলিউডের শাহেনশা। তিনি কি না পা ছুঁয়ে প্রণান করছেন জনপ্রিয় টেলিভিশন শো কউন
বানেগা করোরপতিতে! হ্যাঁ, এরকই ঘটনা ঘটেছে
এই টেলিভিশন শোয়ে। জানা গিয়েছে, সমাজসেবী সিন্ধুতাই সাপকাল অনাথ শিশুদের লালন পালন করেন
নিজের সন্তানের মতো করে। সিন্ধুতাই সাপকালকে তাই 'অনাথ শিশুদের মা' বলেও সম্মোধন করা হয়। সেই কারণে এই শো-তে তিনি সিন্ধুতাই
সাপকালের পা ছুঁয়ে প্রাণাম করেন। সিন্ধুতাই সাপকালে ২০১৭ সালে রাষ্ট্রপতির থেকে ‘নারী শক্তি’ পুরষ্কার পান। উল্লেখ্য, কউন বানেগা করোরপতি এগারোতম সিজন শুরু
হয়েছে। এর আগে একটি অনুষ্ঠানে তিনি তাঁর লিভারের ৭৫ শতাংশ বাদ দেওয়ার কথাটি জানান।
তিনি ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন।
অন্যদিকে, এক অভিনেত্রীর অশ্লীল ছবি, ভিডিও সোশ্যল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে FIR করা হল গায়ক পবন সিংয়ের বিরুদ্ধে। অভিযোগ, অক্ষরা সিং নামে ওই অভিনেত্রীর অশ্লীল ছবি ও ভিডিও শ্যুট করে তা সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে পবন সিং। অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁর সম্পর্ক থাকাকালীন প্রায়ই মত্ত অবস্থায় আসত পবন সিং। তারপর তাঁকে গালিগালাজ করত বলেও অভিযোগ। ২০১৮ সালে পবন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয় অক্ষরা সিংয়ের। তবে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ একেবারেই মানতে পারেনি পবন সিং। তাঁর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ হানেন অক্ষরা। সেই সঙ্গে অক্ষরাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।
click and follow Indiaherald WhatsApp channel