এবারের ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার (95th Academy Awards) মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার পাড়ুকোনের (Deepika Padukone)। ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার (95th Academy Awards) ঘোষিত হতে চলেছে রবিবার, ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, সকাল সাড়ে ৫টায়। দেশ-বিদেশের তারকারাও উপস্থিত থাকবেন অস্কার মঞ্চে। সেখানেই যোগ দিতে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) উড়ে গেলেন দীপিকা। ২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে (cannes film festival) জুড়ি মেম্বার হিসাবে ভারতকে উপস্থাপন করেছিলেন তিনি। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে তাঁকে।

অনেক আগেই হলিউডে (Hollywood) পা রেখেছেন দীপিকা। কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন হাজির ছিলেন তিনি। এবার অস্কারের মঞ্চ (Oscar 2023) আলোকিত করতে দেখা যাবে মস্তানিকে। অস্কার মঞ্চে রেড কার্পেটে (Red Carpet) তাঁর পোশাকে কী চমক থাকবে, সেদিকেই নজর রয়েছে গোটা দেশের। যতদূর জানা গিয়েছে, ভারতীয় পোশাকেই তাঁকে দেখা যাবে অস্কার সন্ধ্যায়। যদিও এ বিষয়ে এখনও পর্য়ন্ত দীপিকার কাছ থেকে কিছু জানা যায়নি।

ভারতে আগামী ১৩ মার্চ অর্থাৎ সোমবার ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (95th Academy Awards) সম্প্রচারিত হতে চলেছে। প্রতিবারের মত এবারেও অস্কারের অনুষ্ঠান সম্প্রচারিত হবে এবিসিতে (ABC) এবং বিকেল ৫টা থেকে লাইভ স্ট্রিমিং হবে হুলুতে (HULU)।

৯৫তম অস্কারের (Oscar 2023) অনুষ্ঠান ভারতে দেখা যাবে আমেরিকায় সম্প্রচারিত হওয়ার ঠিক পরের দিন। ওটিটিতে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)। ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় স্ট্রিমিং হবে অস্কার ২০২৩ (Oscar 2023)।

Find out more: