কখনও তিনি
রবীন্দ্রসঙ্গীত গেয়ে, আবার কখনও তিনি
সমুদ্রে বিকিনি পরা ছবিতে সোশ্যল মিডিয়া কাঁপিয়েছেন। এবার শাড়ি পরে সোশ্যল
মিডিয়ায় জল্পনার জন্ম দিলেন সুস্মিতা সেন। সম্প্রতি মডেল রোহমান শলের সঙ্গে
সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। এ খবর তিনি অস্বীকারও
করেননি। তাই সোশ্যল মিডিয়ায় হলুদ এবং মেরুন রঙের সিল্ক শাড়ি পরা ছবি দিতেই গুঞ্জন
শুরু হয়েছে এবার কী তাহলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গ তনয়া। যদিও এ বিষয়ে
কিছুই জানা যায়নি। তবে দু’জনে যে ভালো সময়
কাটাচ্ছেন তা বারবার স্পষ্ট করেছেন সুস্মিতা। এদিকে রোহমান তাঁর থেকে ১৪ বছরের ছোট
হওয়ায় বারবার সমালোচিত হয়েছএন বাঙালি এই অভিনেত্রী। তবে এই সমালোচনা গায়ে মাখতে
তিনি যে একদমই রাজি নন, সে ইঙ্গিত দিয়েছেন
বঙ্গতনয়া সুস্মিতা।
উল্লেখ্য, বিশ্ব সুন্দরী হওয়ার পর বলিউডে পারাখেন সুস্মিতা। ২০১০ সালে ‘নো এন্ট্রি’ বলিউডে তাঁর পায়ের তলা জমি শক্ত করে।
অন্যদিকে, এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন বলিউড দিভা জাহ্নবী কাপুর। জীবনসঙ্গী কীরকম পছন্দ ? সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানান, নিজের কাজের ব্যাপারে তাঁর মনের মানুষকে হতে হবে নিবেদিত। তাঁর মনের মানুষ মুখ গোমড়া হলে চলবে না। হাসি-খুশি, মিষ্টি স্বভাবের না হলে একদমই তাঁকে না পসন্দ বনি কাপুরের কন্যার। তবে মনের মানুষকে নিয়ে বেশ পসেসিভও তিনি। তবে বিয়ে নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে জাহ্নবীর। তিরুপতি মন্দিরে গিয়ে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। জাঁকজমক বিয়ের থেকে ছিমছাম বিয়ে হোক তাতে যেন প্রাণ থাকে- এরকম পছন্দ তাঁর। বিয়েতে কাঞ্জিভরম পরতে আগ্রহী শ্রীদেবী কন্যা। মা ছিলেন দক্ষিণ ভারতীয়, তাই বিয়েতে দক্ষিণ ভারতীয় ছোঁয়া অবশ্যই থাকবে।
click and follow Indiaherald WhatsApp channel