শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপে সুপার ফোরের খেলা। রবিবার মহারণে আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। গত রবিবার পাকিস্তান এবং বুধবার হংকংকে হারিয়ে সুপার ফোরে উঠে গিয়েছে ভারত। সেখানে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে রোহিতদের। ৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে খেলবে ভারত। এর পর ৬ সেপ্টেম্বর মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে নামবে তারা। ৮ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সুপার ফোরে সবার আগে নামছে শ্রীলঙ্কা। ৩ সেপ্টেম্বর শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা। প্রথম সাক্ষাতে আফগানিস্তানের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। দাসুন শনাকার দল এ বার প্রতিশোধ নিতে মরিয়া থাকবে। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পর, সোমবার কোনও ম্যাচ নেই। মঙ্গলবার ভারত নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর শারজায় শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। পর দিন আবার নামবে শ্রীলঙ্কা। এ বার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত বোলিং করলেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। একাই নিলেন পাঁচ উইকেট। বার্লের এদিনের বিধ্বংসী বোলিং-এর কারণে ১৪১ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এদিন মাত্র তিন ওভার বোলিং করেছিলেন রায়ান। অর্থাৎ ১৮ বলের মধ্যে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। এদিন রায়ানের শিকার হয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগার, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জোশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওভার বল করে ১০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে অনন্য নজির গড়লেন জিম্বাবোয়ের রায়ান বার্ল। একদিনের ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তার মাঝেই সিরিজের শেষ একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। এদিনের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটাই প্রমাণ করলেন রায়ান। এদিন তিনি ৩ ওভার বল করলেন। ৩.৩৩ ইকোনমি রেটে ১০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন। এদিন মাত্র ৬ রানের জন্য ষতরান হাতছাড়া করেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের ৯৪ রান বাদ দিলে এদিনের ম্যাচে সেভাবে কেউই রান পায়নি। গ্লেন ম্যাক্সওয়েল শুধু দুই অঙ্কের রান করতে সফল হয়েছিলেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: