অন্যদিকে, সুশান্ত মৃত্যু থেকে বলিউডের মাদকযোগ, এতদিন চুপই ছিলেন অক্ষয় কুমার। কোনওকিছুতেই কোনও মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন আক্কি। সুশান্ত মৃত্যু, মাদক যোগ, থেকে শুরু করে বি-টাউনের খারাপ-ভালো সব দিক নিয়েই মুখ খুললেন অক্ষয়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন অক্ষয়। সেখানে আক্কি বলেন, ''আজ ভারী হৃদয় নিয়ে কিছু কথা বলছি। গত কয়েক সপ্তাহ ধরেই, আমি কিছু কথা বলতে চেয়েছিলাম তবে চারদিকটা এত নেতিবাচকতা ছিল যে আমি কী বলব, কতটা বলব, এবং কাকে বলব, তা বুঝতে পারছিলাম না। হতে পারে আমরা তারকা, তবে বলিউডকে আপনারা ভালোবাসা দিয়েই বানিয়েছেন। বলিউড শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, চলচ্চিত্রের মাধ্যমে আমরা বিশ্বের প্রতিটি কোণে ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতির কথা পৌঁছে দিচ্ছি। আমাদের দেশের মানুষ, তাঁদের অনুভূতিই সিনেমায় চিত্রায়িত করা হয়। এত বছর ধরে আপনারা যা অনুভব করেছেন। হতে পারে সেটা কোনও 'অ্যাংরি ইয়ং ম্যান'-এর রাগ, দুর্নীতি বা বেকারত্ব, সিনেমা সব বিষয়গুলিকেই নিজস্ব উপায়ে তুলে ধরার চেষ্টা করেছ। আপনাদের হৃদয়ে যদি আজ রাগ জমে থাকে, সেটাও আমাদের মাথা পেতে নেওয়া উচিত।''
click and follow Indiaherald WhatsApp channel