‘থ্রি ইডিয়টস’ জুটির নতুন ছবি আসছে- ‘লাল সিং চাড্ডা’। যে ছবি ঘোষণার পর থেকেই আলোচনার শীর্ষে। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আমির ‘লাল সিং চাড্ডা’র নয়া পোস্টার প্রকাশ্যে এনেছেন। নয়া পোস্টারে দেখা গিয়েছে আলিঙ্গনরত আমির-করিনাকে। সেইজন্যই প্রেমদিবসে করিনাকে প্রেম নিবেদন করে এমন অভিনব স্টাইলে পোস্টার প্রকাশ করলেন অভিনেতা। ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “যদি সব ছবিতে তোমার সঙ্গে রোম্যান্স করতে পারতাম করিনা। তোমার সঙ্গে রোম্যান্সের অনুভূতিটা আপনাআপনিই চলে আসে! ভালবাসা নিও!”
click and follow Indiaherald WhatsApp channel