৪৩ জন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট গঠন করলেন, দেখে নেওয়া যাক কোন জেলা কজন মন্ত্রী পেল -

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলা থেকে কতজন মন্ত্রী হয়েছেন--

কলকাতা ও সংলগ্ল এলাকা: ৮ জন

সুব্রত মুখার্জি (বালিগঞ্জ), শোভনদেব চট্টোপাধ্যায় (ভবানীপুর), সাধন পান্ডে (মানিকতলা), শশী পাঁজা (শ্যামপুকুর), ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), অরুপ বিশ্বাস (টালিগঞ্জ), পার্থ চ্যাটার্জি (বেহালা পশ্চিম), জাভেদ খান (কসবা)।

আরও পড়ুন: রাজ্যে এখন লোকসভা ভোটে হলে কে কতগুলি আসন জিততে পারে

উত্তর ২৪ পরগণা: ৫ জন

ব্রাত্য বসু (দমদম), চন্দ্রিমা ভট্টাচার্য (দমদম উত্তর), সুজিত বসু (বিধাননগর), জ্যোতিপ্রিয় মল্লিক (হাবরা), রথীন ঘোষ (মধ্যমগ্রাম)



দক্ষিণ ২৪ পরগণা: ২ জন

বঙ্কিমচন্দ্র হাজরা (সাগর), দিলীপ মণ্ডল (বিষ্ণুপুর)



হাওড়া: ৩ জন

অরূপ রায় (হাওড়া মধ্য), মনোজ তিওয়ারি (শিবপুর), পুলক রায় (উলুবেড়িয়া দক্ষিণ)



হুগলি: ৩ জন

বেচারাম মান্না (সিঙ্গুর), রত্না দে নাগ (পান্ডুয়া), ইন্দ্রনীল সেন (চন্দননগর)



পূর্ব মেদিনীপুর: ২

অখিল গিরি (রামনগর), সৌমেন মহাপাত্র (তমলুক)

 পশ্চিম মেদিনীপুর:৪

মানস ভুঁইয়া (সবং), হুমায়ন কবীর (ডেবরা), শ্রীকান্ত মাহতো (শালবনি), শিউলি সাহা (কেশপুর)

মুর্শিদাবাদ: ২

আখরুজ্জামান (রঘুনাথগঞ্জ), সুব্রত সাহা (সাগরদিঘি)

ঝাড়গ্রাম: ১

বীরদাহ হাঁসদা (ঝাড়গ্রাম)

বর্ধমান পূর্ব: ২

স্বপন দেবনাথ (পূর্বস্থলী দক্ষিণ), সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর)

বর্ধমান পশ্চিম: ১

মলয় ঘটক (আসানসোল উত্তর)

বীরভূম: ১

চন্দ্রনাথ সিনহা (বোলপুর)

বাঁকুড়া: ১

জোৎস্না মান্ডি রানিবাঁধ

নদিয়া: ১

উজ্জল বিশ্বাস (কৃষ্ণনগর দক্ষিণ)

পুরুলিয়া: ১

সন্ধ্যারানি টুডু (মানবাজার)

উত্তর দিনাজপুর: ১

গোলামরব্বানি (গোয়ালপোখর

দক্ষিণ দিনাজপুর: ১

বিপ্লব মিত্র (হরিরামপুর)

মালদহ: ১

 সাবিনা ইয়াসমিন (মোথাবাড়ি)

জলপাইগুড়ি: ১

বুলুচিক বারাইক (মালবাজার)

কোচবিহার: ১

পরেশ চন্দ্র অধিকারী (মেখলিগঞ্জ)

మరింత సమాచారం తెలుసుకోండి: