করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার নেশা ছেড়ে ফিরে এলেন পেশায়। তাও আবার ১৪ বছর পর। কমলেশ্বর মুখোপাধ্যায়, পেশায় একজন চিকিৎসক। কিন্তু সিনেমা তৈরির নেশায়, পেশা ছেড়েছিলেন। কিন্তু আমফান বিধ্বস্ত বিভিন্ন গ্রামের অসহায় মানুষগুলোকে দেখে আর ঠিক থাকতে পারেন নি। আমফান বিধ্বস্ত বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষদের চিকিৎসা শিবিরে চিকিৎসকের ভূমিকায় দেখা গেল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে অসহায় মানুষগুলোর চিকিৎসা করছেন পরিচালক। ফেসবুকের মাধ্যমে এই খবর প্রথম প্রকাশ্যে আসে।

మరింత సమాచారం తెలుసుకోండి: