মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেই মঙ্গলবার নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। গার্ড অফ অনার নিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে নয়া নির্দেশিরকা ঘোষণা করেন। তাতে বৃহস্পতিবার থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করেন তিনি। আর কী কী সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেখে নিন -

১) ট্রেন ও বাসের সংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হল 

২) বিমানযাত্রার ক্ষেত্রেও কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক

৩)  সকলকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে। ব্যবহার করতে হবে স্যানিটাইজার।

৪) সরকারি এবং বেসরকারি দফতরগুলিতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করাতে হবে

৫) দূরপাল্লার বাসে এলে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক  


৬) শপিং মল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে

৭) সামাজিক, সাংস্কৃতিক সব জমায়েত বন্ধ

৮) সকাল ৭-১০টা, বিকেল ৫-৭টা দোকান-বাজার খোলা

৯) সবসময় খোলা অত্যাবশকীয় পণ্য বাজার, ওষুধ ও মুদির দোকান

১০) গয়নার দোকান দুপুর ১২-৩টে খোলা

১১) সামাজিক দূরত্ব মেনেই বাজার-দোকান

১২) রাজ্যে ঢুকতে গেলেই লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট

১৩) ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান বা কোনও অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে

১৪) সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে

 মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, '২.৭৬ লাখ কোয়াক ডাক্তার (হাতুড়ে চিকিৎসক) রয়েছেন। কোয়াক ডাক্তারদের সাহায্য চাওয়া হবে। গ্রামের কেউ আক্রান্ত হলে কী করা উচিত, সে ব্যাপারে গাইডলাইন দেওয়া হবে। প্রায় দেড় কোটি ভ্যাকসিন দিয়েছি। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি।২৭ হাজার বেড রয়েছে, আরও বেড বাড়ানো হবে। '

మరింత సమాచారం తెలుసుకోండి: