
অন্যদিকে, মাদক মামলায় দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসার পর থেকে জোর শোরগোল শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। শনিবার দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদের সময় রণবীর সিং এনসিবির অফিসের বাইরে থাকতে চান বলে আবেদন করেন। এমনই খবর পাওয়া যায়। দীপিকা উদ্বেগ, আতঙ্কে ভোগেন। জিজ্ঞাসাবাদের সময় হতে পারে তাঁর প্যানিক অ্যাটাকও। সেই কারণেই রণবীর এনসিবির অফিসের পাশে থাকতে চান বলে আবেদন করেন বলে জানা যায়। যদিও এনসিবির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রণবীর সিংয়ের তরফে এমন কোনও আবেদন তাদের কাছে করা হয়নি।