বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।  

অন্যদিকে, মাদককাণ্ডের তদন্তে শনিবার দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরদের জিজ্ঞাসাবাদ করেছে NCB। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের পর দীপিকা, সারা, শ্রদ্ধাদের ফোন হেফাজতে নিয়েছে NCB। ফোন নিয়ে নেওয়া হয়েছে ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা,  ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটাদেরও।  জানা যাচ্ছে, হেফাজতে নেওয়া ফোনগুলি ফরেন্সিক টেস্টের জন্য পাঠাবে NCB। মাদক সংক্রান্ত কোনও মেসেজ যদি ডিলিট করা হয়েও থাকে, সেগুলি উদ্ধার করা হবে। সারা আলি খান ২০১৭-১৮ সালে আরও একটি মোবাইল ব্যবহার করতেন, সেটিও তাঁর কাছ থেকে চেয়ে পাঠিয়েছে NCB। এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জয়া সাহা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি শ্রদ্ধা কাপুর, রিয়া চক্রবর্তী, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও প্রযোজক মধু মন্টেনা এবং নিজের জন্যও অনলাইনে CBD অয়েল (CBD অয়েল এদেশে নিষিদ্ধ) অর্ডার করেছিলেন। সেগুলির পেমেন্টও অনলাইনেই করা হয়েছিল। 

మరింత సమాచారం తెలుసుకోండి: