অন্যদিকে, সোমবার সকালে প্রায় ৮ ঘণ্টা ধরে তল্লাসি চালানো হয় অর্জুন রামপালের বাড়িতে। বলিউড অভিনেতার বাড়িতে তল্লাসি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় একের পর এক ইলেক্ট্রনিক গেজেটস। সূত্রের খবর, অর্জুন রামপালের মুম্বইয়ের বাড়ি এবং অফিসে তল্লাসি চালানো হয়। খার, ব্যান্দ্রা এবং অন্ধেরিতে অর্জুন রামপালের বাড়ি এবং অফিসে তল্লাসি চালিয়ে অভিনেতার আইপ্যাড, ল্যাপটপ এবং বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। আইপ্যাড, মোবাইল ফোন-সহ ইলেক্ট্রনিক গেজেটস বাজেয়াপ্ত করার পাশাপাশি অর্জুন রামপালকে সমন পাঠানো হয়েছে। মদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী বুধবার অভিনেতাকে এনসিবির অফিসে হাজিরা দিতে হবে বলে জানা যাচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel