খোলা চুল, পরনে বিকিনি আর স্বচ্ছ নীল স্রাগ...শরীরের বেশিরভাগ অংশই প্রায় উন্মুক্ত। ছবির নীচে অভিনেত্রীর ক্যাপশন ‘রিফ্রেশড ইন ব্লুস’! সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বিদ্রোহিনী’-তে আইপিএস অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন ভক্তদের। মার্চেই আসতে চলেছে ঋতুপর্ণার আরেকটি ছবি ‘পার্সেল’। পর পর এত কাজের মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্যই কি এই ফটোশুট? সুইমিং পুলের ধারে নীল বিকিনিতে উষ্ণতা ছড়িয়ে এ বার নেটাগরিকদের চর্চায় উঠে এলেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel