সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। বাড়ির বাইরে দেখা যায় কলকাতা পুলিসকেও। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেফতার করা হল।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’’ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর কিছু পরে জানা যায়, নারদ মামলায় গ্রেফতার করা হয়েছে মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও সুব্রত মুখোপাধ্যায়কেও (Subrata Mukherjee)। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসে এনে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়। আজই গ্রেফতার করে চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, ‘‘এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার হলে তবু বিজেপি-র দিকে আঙুল তোলা যেত। এখন আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তথ্যপ্রমাণ অনুযায়ী যাকে গ্রেফতার করা দরকার, তাকে গ্রেফতার করেছে। আমাদের কিছু বলার নেই।’’ শুভেন্দু-মুকুল সম্পর্কে যে অভিযোগ তুলেছে তৃণমূল, সেই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘এটা সিবিআই-এর বিষয়। এর মধ্যে বিজেপি নেই।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: