শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই জানিয়েছিলেন তিনি করোনা পজিটিভ। অমিতাভ বচ্চনের করোনা পজিটিভের খবরের পরই চিন্তায় পড়ে যান অমিতাভের ভক্তরা। তবে আপাতত বলিউড শাহেনশা স্থিতিশীল। তবে রবিবার সকাল হতে জানা গেল, মৃদু উপসর্গ থাকলেও অমিতাভের অবস্থা স্থিতিশীল। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গতকাল রাতেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। এ দিন সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘অমিতাভ বচ্চনেরের অবস্থা স্থিতিশীল। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। শরীর কেমন থাকে, টুইট করে নিজেই তা জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।’’
click and follow Indiaherald WhatsApp channel