ময়দানের দুই বড় ক্লাব এখন খবরের শিরোণামে। শনিবার ইস্টবেঙ্গল সই করাল মহম্মদ রাকিপকে। তরুণ এই ফুটবলার এখন খেলে মুম্বই সিটি এফসি-র হয়ে। সেখান থেকে দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তিনি। ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন রাকিপ। প্রথম অনূর্ধ্ব-১৭ ফুটবলার হিসেবে কোনও আইএসএলের ক্লাবে যোগ দেন তিনি। কেরল ব্লাস্টার্সের রিজার্ভ দলের সদস্য হন। আই লিগের দ্বিতীয় ডিভিশনে আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তাক লাগিয়ে দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে সিনিয়র দলে নিয়ে আসা হয়। ২০১৯-এর ২৯ অক্টোবর এটিকে-র বিরুদ্ধে ম্যাচে তাঁর অভিষেক হয়। কেরল ব্লাস্টার্স ২-১ ব্যবধানে সেই ম্যাচে জেতে। সে মরসুমে ক্লাবের হয়ে ১৫টি ম্যাচে খেলেছিলেন তিনি।

অন্যদিকে, বাইশ গজের যুদ্ধে এই দুজন অনেকটা 'শোলে'-এর সেই বিখ্যাত 'জয়-বীরু'-র মতো। বিপক্ষের বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মধ্যেই নিজের খেয়ালে গান গাইতেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। 'নজফগড়ের নবাব'-এর সেই গানগুলোর শ্রোতা ছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এহেন মাস্টার ব্লাস্টারকে 'ভগবান' বলে ডাকেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার। বিস্ফোরক মেজাজে ব্যাট করার জন্য নিজের আলাদা পরিচিতি গড়েছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর সোশ্যাল মিডিয়াতেও তিনি নিত্যনতুন চমক দিয়ে যাচ্ছেন। ঠিক সেই ভাবে কোলের উপর কয়েকটা কলা রেখে প্রিয় 'ভগবান'-কে ৪৯তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন বীরু। তাঁর এই মজার শুভেচ্ছা প্রদান যে মুহূর্তে ভাইরাল হবে, এতে আবার নতুন কথা কী!

మరింత సమాచారం తెలుసుకోండి: