বিশ্বজুড়ে আর্থিক মন্দার প্রভাব পড়ল রাষ্ট্রসংঘে । আন্তর্জাতিক এই সংস্থাটিতে ১৯৩টি সদস্য দেশ রয়েছে । এর মধ্যে ১৩১টি দেশ তাদের নির্ধারিত বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে । এখনও ৬২টি দেশ বকেয়া মেটায়নি ফলে রাষ্ট্রসংঘে অর্থসংকট দেখা দিয়েছে । আর তার জন্যই সপ্তাহে দুদিন করে দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
শুক্রবার দুপুরে টুইটারে নিজেদের এই সিদ্ধান্তের জানায় রাষ্ট্রসংঘ। তাতে বলা হয়, ‘সাম্প্রতিক অর্থসঙ্কটের জেরে শনি–রবিবার নিউইয়র্কের সদর দফতর বন্ধ থাকবে।’
ওই টুইটে একটি তালিকাও প্রকাশ করা হয়, তাতে দেখা যায়, ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩১টি দেশ বকেয়ার টাকা সম্পূর্ণ মিটিয়ে দিয়েছে। তার মধ্যে ভারত–সহ ৩৪টি দেশ বকেয়া টাকা মিটিয়েছে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বকেয়া মিটিয়েছে বাকি ৯৭টি দেশ।
২০১৮–১৯ বর্ষে বিভিন্ন খরচ বাবদ রাষ্ট্রপুঞ্জের বাজেটে ৫৪০ কোটি মার্কিন ডলার বরাদ্দ হয়েছে। কিন্তু বেশ কিছু দেশ ওই টাকা মেটায়নি বলে গত সপ্তাহেই অভিযোগ তোলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিয়ো গুতেরাস। পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে চলমান সিঁড়ি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। রাশ টানা হয় বিদেশ ভ্রমণেও। কিন্তু তার পরেও পরিস্থিতি বদলায়নি।