বলিউডে নবাগতদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর প্রথম ছবিতে অভিনয়
দেখে অনেকেই বলেছিলেন, এটা যে তাঁর প্রথম ছবি দেখে তা বোঝাই যায়নি। তিনি শ্রীদেবী
কন্যা জাহ্নবী কাপুর।
তিনি সবসময়েই আলোচনার কেন্দ্র বিন্দুতে। কখনও চালকের থেকে টাকা নিয়ে শিশুর থেকে বই কেনা তো জিমে যাওয়া। সবসময় পাপারাজিতের ক্যামেরার ফ্ল্যাশে তাঁর ছবি মাস্ট। সম্প্রতি বাবা বনি কাপুরের পরিচালনায় ‘বম্বে গার্ল’-এ অভিনয়ের কথা প্রকাশ্যে এসে জাহ্নবীর।
কয়েক দিন আগে জাহ্নবী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা নিউ ইয়র্ক আই লভ ইউ। সেই ছবিতে ভিজতেও দেখা যায় জাহ্নবী কাপুরকে। যা এখন ভাইরাল। দেখুন সেই ছবি –
click and follow Indiaherald WhatsApp channel