সিএএ বিল আইনে পরিণত হওয়ার পর এই প্রথম কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে এদিন পুরসভা ভোটের জন্য ‘আর নয় অন্যায়’ কর্মসূচীরও সূচনা করবেন তিনি। কলকাতায় এসে দুপুর সাড়ে ১২টার শহিদ মিনারের ওই জনসভার আগে অবশ্য বিভিন্ন কর্মসূচি রয়েছে অমিত শাহের। কলকাতা বিমানবন্দর থেকে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত রাজারহাটে এনএসজি-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে সভার পর বিকেলে কালীঘাট মন্দিরেও যাবেন। এর পর সন্ধ্যায় দলীয় বৈঠকেও যোগদানের কথা রয়েছে তাঁর। অমিতের কলকাতা সফরের আগে থেকে এর সক্রিয় বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Pictures from the public meeting in Bhubaneswar, Odisha.

A post shared by Amit Shah (@amitshahofficial) on

మరింత సమాచారం తెలుసుకోండి: