রাত পোহালে দেশজুড়ে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এবছর দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসবে’। দেশজুড়ে ইতিমধ্যেই সাজো সাজো রব। সেই সঙ্গে দু’বছর পরে স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠানে ফিরছেন দর্শকেরা। সেই জন্য শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এককথায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। রেড রোডে এ বার পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ এবং শোভাযাত্রা হবে। থাকবে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলো।

পুলিশ সূত্রে খবর, ১৫ আগষ্ট উপলক্ষে গোটা শহরের রাস্তায় থাকবে অতিরিক্ত ৪০০০ পুলিশ। রেড রোড সংলগ্ন এলাকাকে ১৪টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনারদের সহায়তা করবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার, লালবাজার সূত্রে খবর। পাশাপাশি, ১৫ তারিখে রেড রোডে থাকছেন ১২০০ পুলিশকর্মী। তাঁদের পরিচালনায় থাকবেন ৬ জন যুগ্মপুলিশ কমিশনার। সেই সঙ্গে তিন জায়গায় বাঙ্কারে থাকবেন কম্যান্ডোর বাহিনী। থাকবে তিনটি কুইক রেসপন্স টিম ও ন’টি টহলদারি। রেড রোডে বসানো হয়েছে ৩টি ওয়াচ টাওয়ার। পাশাপাশি এদিন শহরজুড়ে থাকছে ২৩ জায়গায় নাকা চেকিং। এছাড়াও, শহরের বিভিন্ন জায়গায় থাকছে অতিরিক্ত নিরাপত্তা। ২৩টি জায়গায় থাকবে নাকা-তল্লাশির ব্যবস্থা। এ ছাড়া, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তথা ধর্মস্থান, শপিং মলে থাকছে কড়া নজরদারি। ২৫টি মেট্রো স্টেশনে থাকবে অতিরিক্ত বাহিনী। গোটা শহরে ওই দিনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে প্রায় তিন হাজার পুলিশকর্মী।



మరింత సమాచారం తెలుసుకోండి: