ফের শিরোনামের শীর্ষে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। তার যে ব্যাতিক্রমী মানষিকতা তা ফের প্রমাণিত হল। তিনি অভিনেত্রী হয়েও শত ব্যস্ততার মধ্যেও নিজের সাংসদ কেন্দ্র বসিরহাটের আনাতে কানাচে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
যখনই দরকার পড়েছে, কাজের ফাঁকে বসিরহাটের মানুষের পাশে থেকেছেন তৃণমূলের সাংসদ নুসরত জাহান। তবে এবার যে ছবি তিনি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, তা সকলের মন ছুঁয়ে গিয়েছে।
এক বছরের একটি পথশিশুকে কোলে বসিয়ে আদর করার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সাংসদ। নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, পথের ধারে এই এক বছরের শিশুটি বেলুন বিক্রি করছিল। বেলুনের থেকেও বেশি কিউট, বেশি রঙিন... আমার উইকেন্ডটা স্পেশাল হয়ে গেল এই স্পেশাল একজনের সঙ্গে সময় কাটিয়ে...। শিশুটিকে জড়়িয়ে ধরে গালে চুম্বন পর্যন্ত করেছেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel