রবিবারের ম্যাচ শুরুর আগে আইসিসি-র টি ২০ ক্রমতালিকায় ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। ভারত তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ১৭ রানে হারিয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষ স্থানে চলে এসেছে। কারণ, ম্যাচ শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ইংল্যান্ডের থেকে মাত্র এক কম ছিল। দলগত ভাবে এই সাফল্যের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মাও। ভারতের প্রথম এবং বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে তিনটির বেশি টি ২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করলেন রোহিত। এর আগে রোহিতের নেতৃত্বে ২০১৭ সালে শ্রীলঙ্কা, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের সব ম্যাচ জিতে ছিল ভারত। বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের আগে এই কৃতিত্ব রয়েছে পাকিস্তানের সরফরাজ আহমেদ এবং আফগানিস্তানের আসগর আফগানের। তাঁরা যথাক্রমে পাঁচটি এবং চারটি টি ২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছেন।

অন্যদিকে, ঋদ্ধিমান সাহাকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পরেই বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। দেশের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটারকে বিন্দুমাত্র ভদ্রতা ও সৌজন্যবোধ না দেখিয়েই সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট! এই মর্মে প্রাক্তনীদের একাংশ রীতিমতো সরব। এই পরিস্থিতিতেই এক সাংবাদিক ঋদ্ধিমানকে মেসেজ করে'হুমকি' দিয়েছেন! যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। বীরেন্দ্র শেহওয়াগ থেকে শুরু করে হরভজন সিং হয়ে ইরফার পাঠান ও আরপি সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা বঙ্গ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন। এবার ঋদ্ধির পাশে দাঁড়ালেন তাঁর জাতীয় দলের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী। তিনি টুইটারে ঋদ্ধিকে সাংবাদিকের 'হুমকি'ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি এই বিষয়ে শাস্ত্রী বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: