প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামলীলা ময়দানে সভা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই টুইটে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । তিনি এদিন টুইটে বলেন,দেশের যুব সমাজের ভবিষ্যত ধ্বংস করে দিয়ে, দেশের অর্থনীতির সর্বনাশ করে এখন দেশজুড়ে ঘৃণার বাতাবরণ তৈরি করে, তার পিছনে লুকোতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রীর বক্তৃতার পরই মোদী–শাহের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন রাহুল গাঁধী।
নিজের টুইট অ্যাকাউন্ট থেকে যুব সমাজের প্রতি তাঁর বার্তা, ‘‘প্রিয় দেশের যুবরা, মোদী এবং শাহ আপনাদের ভবিষ্যত ধ্বংস করে দিয়েছেন। কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে এবং দেশের অর্থনীতির যে হাল হয়েছে, তার পর তাঁরা আপনাদের ক্ষোভের মুখোমুখি হতে পারছেন না। তাই তাঁরা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এবং সেই ঘৃণার বাতাবরণের পিছনে লুকোতে চাইছেন।’’
মোদী এ দিন রামলীলা ময়দানে ভোটপ্রচারের সময় এনআরসি আর সিএএ নিয়ে দেশের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে হিংসা ছড়ানো হচ্ছে বলে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তারপরই রাহুলের এই টুইট।
click and follow Indiaherald WhatsApp channel