পাখি’কে মনে আছে ? যাঁরা ধারাবাহিক দেখেন তাঁদের কাছে পাখি অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। আর সেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে এবার যেভাবে দর্শক তাঁদের পাখিকে দেখবেন তা তাঁরা আগে সেভাবে কোনও দিনই মধুমিতাকে দেখেননি। খোলামেলা পোশাকে বিছানায় বসে রয়েছে মধুমিতা (Madhumita Sarkar)। আর তাঁকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন অর্জুন (Arjun Chakrabarty)। এমনই একটি দৃশ্যায়নে উঠে এসেছে 'লাভ আজ কাল পরশু' (Love Aaj Kal Parshu) র শুনে নে গানটি। সম্প্রতি, প্রযোজনা সংস্থা SVF-এর তরফে প্রকাশ্যে আনা হয়েছে অরিজিৎ সিং ও নিকিতা গান্ধীর গাওয়া এই গাটি।
click and follow Indiaherald WhatsApp channel