এরপরে ভারতীয় দলের নেটে অনুশীলন করার একটি ভিডিয়ো পোস্ট করে বিসিসিআই। দেখা গিয়েছে, বাকি স্টেডিয়ামগুলিতে মাঠের ভিতরে নেট অনুশীলন হলেও, মোতেরায় স্টেডিয়ামের বাইরেই আলাদা করে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অনুশীলনের পিচ তৈরি করা হয়েছে। পাশাপাশি একাধিক পিচ থাকলেও চারটি পিচে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গিয়েছে।
অনুশীলনের পর ভারতীয় ক্রিকেটারেরা মোতেরা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বোর্ডের ভিডিয়োয় বলেছেন। প্রথমেই এসে হার্দিক পাণ্ড্য বললেন, “বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে খেলতে নামা, সত্যি বলতে অবিশ্বাস্য লাগছে। সমর্থকদের ফেরার জন্য তর সইছে না। ওঁদের সামনে ওই পরিস্থিতিতে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এই মাঠের বিশালতা, সুযোগ-সুবিধা— এগুলোর সঙ্গে মানিয়ে নিতে আমাদের সবার প্রায় ১ ঘণ্টা সময় লেগেছে আজ। ভারতের মাটিতে এরকম একটা স্টেডিয়াম যেখানে এতজন মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন, এটা ভেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে। পূজারার মন্তব্য, “বিরাট স্টেডিয়াম। মোতেরায় প্রথম গোলাপি বলের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছি আমরা। অসাধারণ মাঠ। আমরা প্রত্যেকটি সুবিধা উপভোগ করছি। ড্রেসিংরুমের পাশেই জিম রয়েছে। ফলে ম্যাচ চলাকালীনও কেউ ইচ্ছে করলে গা ঘামিয়ে নিতে পারে। আজ প্রথমবার জিম সেশন করলাম। দারুণ সময় কাটিয়েছি।”
click and follow Indiaherald WhatsApp channel