বিজেপিকে সাম্প্রদায়িক বলে বারবার কটাক্ষ করে এসেছে বিরোধীরা৷ এই সমালোচনার পরিমাণ ইদানীং বেড়েছে৷ বিজেপি দেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করছে বিরোধীরা৷
আর এই পরিস্থিতিতেই সামনে এল নতুন একটি তথ্য৷ বিজেপি ভারতে বসববাসকারী মুসলিমদের নিয়ে কী ভাবে, সেই তথ্যই প্রকাশ্যে এল৷ তা খোলসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
আরও পড়ুন: লোকসভায় নরেন্দ্র মোদীর মুখে আল্লাহর নাম
গত ৩১ জানুয়রি লোকসভায় শুরু হয় বাজেট অধিবেশন৷ প্রথামাফিক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দেন৷ পরদিন পেশ হয় ২০২০-২১ আর্থিক বছরের বাজেট৷
সোমবার থেকে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন শুরু করেন সাংসদরা৷ সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেন৷ সব শেষে এ নিয়ে বলেন প্রধানমন্ত্রী৷ বৃহস্পতিবার সেই বক্তৃতাই দেন নরেন্দ্র মোদী৷
দেখুন ভিডিও


ওই ভাষণে মোদী তুলে আনেন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ৷ এ নিয়ে বিরোধীরা দেশবাসীকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেন৷ কংগ্রেসও এ নিয়ে দ্বিচারিতা করছে বলে মোদীর অভিযোগ৷
প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ভারতে জায়গা দিতে শুধু বিজেপি নয়, এর আগে নেহরু, গান্ধীরা এ নিয়ে সওয়াল করেছেন বলেও দাবি করেন মোদী৷
আরও পড়ুন: রামমন্দির নিয়ে কোনও ঘোষণা করা পরম সৌভাগ্যের, লোকসভায় বললেন মোদী
এর পরই তিনি টেনে আনেন ভারতীয় মুসলিমদের প্রসঙ্গ৷ মোদীর কথায়, কংগ্রেস বরাবর এদেশের মুসলিমদের শুধুই মুসলিম বলে ভেবে এসেছে৷ কিন্তু বিজেপি তা ভাবে না৷ বরং বিজেপির কাছে মুসলিমরা শুধুই ভারতীয়৷ ভারতের নাগরিক৷

మరింత సమాచారం తెలుసుకోండి: