প্রথম একদিনের ম্যাচে ১০৬ বলে ৯৮ রান করেন ধওয়ন। তাঁর ইনিংস ১১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হলেও সানির মতে ধওয়নের এই ইনিংস অনেকদিন মনে থাকবে। সুনীল গাওস্কার বলেন, “অনেকে ওর বয়স নিয়ে খোঁটা দিচ্ছিল। আগামী ডিসেম্বরে ৩৬ বছরে পা দেবে শিখর। ফলে ২০২৩ সালের বিশ্বকাপে ওকে দেখা যাবে কি না সেটা নিয়ে জোর চর্চা চলছে। তবে আমার কাছে এমন আলোচনা একেবারে অমুলক। ফিটনেস বজায় রেখে শিখর যদি দেশের হয়ে খেলতে পারে তাহলে ক্ষতি কিসের!” তিনি এখানেই থেমে থাকেননি। গাওস্কর বললেন, “শিখরের কাছ থেকে এমন ব্যাটিং দেখার জন্য আমি অন্তত রোহিতকে ধন্যবাদ জানাব। এই ম্যাচে রোহিত কিন্তু শুরু থেকেই একটা দিক ধরে খেলছিল। অন্যপ্রান্তে শিখর ছিল আক্রমণাত্মক মেজাজে। ওর ব্যাটে-বলে লাগতেই আত্মবিশ্বাস ফিরে পায়। মইন আলিকে এক্সট্রা কভারের উপর দিয়ে ওভার বাউন্ডারি এক কথায় অনবদ্য।”

অন্যদিকে, জাতীয় দলে হয়ে অভিষেকেই দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করলেন ক্রুণাল পাণ্ডিয়া। দেশের হয়ে প্রথম ওয়ান-ডে-তে পঞ্চাশ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও। মাত্র ২ রানের জন্য় সেঞ্চুরি হাতছাড়া হল শিখর ধাওয়ানের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। জয় এল ৬৬ রানে। দেশে মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও T-20 সিরিজ জিতেছেন বিরাটরা। কিন্তু দুটি সিরিজেই হারতে হয়েছিল প্রথম ম্যাচে। কিন্ত একদিনের সিরিজে ছবিটা বদলে গেল। ব্যাট-বলে ইংল্যান্ডকে ধরাশায়ী করে প্রথম ম্যাচেই সহজ জয় ছিনিয়ে নিল ভারত। 

మరింత సమాచారం తెలుసుకోండి: