১২ বছর ধরে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সুরেশ রায়না। চার বার আইপিএল জেতার পিছনে রায়নার ব্যাটিং এবং ফিল্ডিং অনেক ভাবে টিমকে অক্সিজেন দিয়েছে। তবে এবার রায়না রইলেন অবিক্রিত। বে তাঁকে দলে না রাখলেও এর ব্যাখ্যা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথনের দাবি, দলে ভারসাম্য রাখার জন্যই রায়নাকে সুযোগ দেওয়া গেল না। 'হলুদ আর্মি'র সমর্থকদের কাছে তিনি 'চিন্না থালা'। কেউ কেউ আবার এই বাঁহাতি ব্যাটারকে 'মিস্টার আইপিএল' বলেও ডেকে থাকে। চারবার আইপিএল ও দুই বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্যে ব্যাটিং ও ফিল্ডিং দিয়ে অনেক অবদান রেখেছিলেন তিনি। কিন্তু এ বার তিনি অবিক্রীত রয়ে গেলেন। 


অন্যদিকে, নাইটদের সবচেয়ে বড় সাফল্য অবশ্যই শ্রেয়স আয়ারকে তুলে নেওয়া। সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে শ্রেয়সকে। যদিও কেকেআর সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দিয়েছেন, অধিনায়কত্ব নিয়ে শেষ কথা বলবে টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স ছাড়াও প্যাট কামিন্স আছেন। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককেও অনেকের বেশ পছন্দ। নাইটরা অজিঙ্ক রাহানেকে নেওয়ায় বিস্ময় তৈরি হয়েছে। সাদা বলের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে রাহানে। তবে নাইট সংসারের অন্দরমহলের বিশ্লেষণ, ‘‘রাহানের অভিজ্ঞতা এখনও সম্পদ হতে পারে। ওপেনার হিসেবে ভাবা যেতে পারে ওকে। সঙ্গে নেতৃত্বের ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।’’ ‘‘রাহানের অভিজ্ঞতা এখনও সম্পদ হতে পারে। ওপেনার হিসেবে ভাবা যেতে পারে ওকে। সঙ্গে নেতৃত্বের ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।’’ 

మరింత సమాచారం తెలుసుకోండి: