অন্যদিকে, সুশান্ত মৃত্যুতদন্তে নয়া মোড়। অভিনেতার রাঁধুনি নীরজ এবং বন্ধু সিদ্ধার্থ পিঠানি এ বার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর জন্য সাক্ষী হতে পারেন। ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বয়ান রেকর্ড করবে সিবিআই। এমনটাই জানাচ্ছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। অভিনেতার মৃত্যুর পর থেকেই তদন্তে বারবার উঠে এসেছে নীরজ এবং সিদ্ধার্থের নাম। সন্দেহভাজনদের তালিকায় ছিলেন সুশান্তের দুই ঘনিষ্ঠ। সূত্রের খবর, এঁরা বেশ কিছুদিন থেকেই সিবিআই-এর আতসকাচের নীচে রয়েছেন। তার মধ্যেই জানা গিয়েছে, রিয়া ঘনিষ্ঠ এক বলিউড তারকার বাড়িতে কাজ শুরু করেন নীরজ। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর নিজের ফোন নম্বর বদলান তিনি। মুম্বই ছাড়ার আগেও কেন্দ্রীয় সংস্থার থেকে অনুমতি নেন।
click and follow Indiaherald WhatsApp channel