মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর মরাঠি, বংশপরম্পরায় গোয়ার মঙ্গেশি গ্রামের পূজারি ব্রাহ্মণ, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক এবং নাট্যব্যক্তিত্ব। মা শিবন্তী। জন্মের পরে স্বামী-স্ত্রী মেয়ের নাম রেখেছিলেন হেমা। পরে নাম বদলে রাখা হয় লতা। পাঁচ ভাইবোনের মধ্যে বড় লতাই। সুর চেনার প্রাথমিক পর্বের পাঠ সঙ্গীতজ্ঞ বাবার কাছেই। 

কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার জগতে রাজ করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ভারতীয় সিনেমার প্রায় সব পরিচালক-সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন লতা মঙ্গেশকর। ভারতীয় সিনেমার প্রায় সব পরিচালক-সংগীত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন লতা মঙ্গেশকর। তারই মধ্যে অন্যতম গুলজার(Gulzar)। রবিবার লতার প্রয়াণে শোকাহত গুলজার। এদিন তিনি বলেন, লতা মঙ্গেশকর হলে শব্দাতীত এক মিরাকেল। ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত বন্দিনী ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন গুলজার ও লতা। সেই ছবিতেই প্রথমবার গীতিকার হিসাবে কেরিয়ার শুরু করেন গুলজার। এমনকী ২০২১ সালে লতা মঙ্গেশকরের জন্মদিনে মুক্তি পায় গুলজারের লেখা লতা মঙ্গেশকরের গান 'ঠিক নেহি লগতা'। তবে গানটি রেকর্ড কার হয়েছিল ২৬ বছর আগে। গুলজার পরিচালিত কিনারা ছবির গান 'নাম গুম জায়েগা', লতা মঙ্গেশকরের গাওয়া অন্যতম জনপ্রিয় গান। তবে গুলজারের কাছে নিজের মনের এক সুপ্ত বাসনা ব্যক্ত করেছিলেন লতা। তিনি বলেছিলেন, জীবনে তিনি একবারও দিলীপ কুমারের জন্য প্লেব্যাক করতে পারবেন না। দিলীপ কুমার ছিলেন প্রিয় নায়ক। মহিলা হওয়ার কারণে তাঁর এই বাসনা কখনই পূর্ণ হবে না।

మరింత సమాచారం తెలుసుకోండి: