কিক থেকে শুরু করে রেস থ্রি। এই দুটি সিনেমাতেই জুটি বেঁধেছিলেন বলিউডের ভাইজান সলমন খান এবং সুন্দরী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আর এই দুটি ছবিই বলিউডে সুপার হিট। আর সলমনের সেই নায়িকাই বললেন মাঝরাতে কী করেন ভাইজান। জ্যাচকলিনের কথায়, সলমন এক জন কাজ পাগল মানুষ। ভোরবেলা হোক কিংবা মাঝ রাত সবসময়ই কাজ করেন তিনি। এবার সলমনকে একটু বিশ্রামের পরামর্শ দিচ্ছেন জ্যাকলিন।
click and follow Indiaherald WhatsApp channel