পাপুয়া গিনিকে হারিয়ে সুপার টুয়েল্ভের দিকে আরও এক ধাপ এগোল স্কটল্যান্ড। এদিনের ম্যাচে ১৭ রানে নিউ পাপুয়া গিনিকেও হারিয়ে দিয়েছে তারা। পাপুয়া গিনির কাবু মোরিয়া হ্যাটটট্রিক করেও শেষ রক্ষা করতে পারেননি। তবে এখনই বলা সম্ভব নয় ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবে কি না। কিন্তু সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে স্কটল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে তাদের তুলনায় বাংলাদেশের মতো অনেক বেশি শক্তিশালী টিমকে হারিয়ে বিশ্বকাপ যুদ্ধে আলাদা আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে।

কিন্তু টি২০ বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড ক্রিকেট দলের জার্সি তৈরি করেছে স্কুল পড়ুয়া রেবেকা ডাউনি। বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রায় ২০০ স্কুল পড়ুয়ার কাছ থেকে জার্সির নকশা চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। সাধারণ ভাবে দেশের জাতীয় পতাকার আদলে সে দেশের সংস্কৃতির সঙ্গে সামাঞ্জস্য রেখে জার্সির নকশা তৈরি করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।

বিবৃতিতে স্কটল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘স্কটল্যান্ড ক্রিকেট দলের জার্সি ডিজাইন করেছে ১২ বছরের রেবেকা। সে আমাদের খেলা টেলিভিশনে দেখছে। রেবেকার জন্য আমরা গর্বিত। আবারও ধন্যবাদ রেবেকা।’

রেবেকা নিজেও উচ্ছ্বসিত তার ডিজাইন করা জার্সি স্কটল্যান্ড জাতীয় দলকে পরতে দেখে। সে বলেছে, ‘‘আমি উত্তেজিত এটা জানতে পেরে যে আমার ডিজাইন করা জার্সি পরে এবার খেলবে স্কটল্যান্ডের ক্রিকেটাররা। বিশ্বাস করতে পারিনি। জার্সিটাও দারুণ লাগছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলার সময় মাঠে গিয়ে এই জার্সি পরে দলের ক্রিকেটারদের খেলতে দেখেছিলাম। টেলিভিশনে আমি সব খেলা দেখব। আর স্কটল্যান্ডের হয়ে গলা ফাটাব।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: