বা কেউ ধৈর্য ধরে শোনেও না। এমন কি রাজ্যের মর্মার্থ টা যথার্থ করার জন্য, এই বাংলা নাম টা রাখা খুবই গুরুত্বপুর্ন। সবার ক্ষেত্রে বাংলা লেখা টাও সহজ হবে। বাংলার সিপিএম, কংগ্রেস প্রথমে, দ্বিমত পোষন করলেও, পরে নাম পরিবর্তনের পক্ষে সায় দেয়। কিন্তু বিজেপি সরকারের নাম পরিবর্তনে অনীহা।
তাদের যুক্তি অপ্রাসঙ্গিক। গত চব্বিশ তারিখ সুপ্রিম কোর্ট ঘোষনা করল, এবার থেকে রায় বাংলা তেও বেরোবে। তাই তৃণমূল সাংসদ রা প্রধান মন্ত্রির সাথে দেখা করে, রাজ্যের নাম পরিবর্তনে আর্জী জানায়।
click and follow Indiaherald WhatsApp channel