সিদ্ধার্থের অকাল মৃত্যু যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁর বি-টাউনের বন্ধুরা। মন না চাইলেও বিদায় তো দিতেই হয় শুক্রবার বৃষ্টির মধ্যে ওশিওয়ারা শ্মশানে হাজির ছিলেন টেলি পর্দার বহু তারকা। ২০০৪ সালে Gladrags Manhunt and Megamodel Contest- এর হাত ধরে একসঙ্গেই পথ চলা শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ও অভিনব শুক্লা। পুরনো বন্ধুর শেষকৃত্যে দেখা গেল অভিনবকেও। দেখা গেল গায়ক দর্শন রাভেলকেও। শ্মশানে পৌঁছতেই পাপারাৎজিরা ঘিরে ধরে শেহনাজকে। গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখেন তিনি। শেহনাজের পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার। তাঁর চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তাঁর মুখে শোকের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই শ্যুট বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাঁর বাবা জানান, প্রেমিকের আকস্মিক মৃত্যুর পর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ।

সিদ্ধার্থের দেহের ময়নাতদন্ত শেষ হওয়ার পর কুপার হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। প্রথমে ঠিক করা হয়েছিল, হাসপাতাল থেকে সিদ্ধার্থের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরবর্তী সময় সেই পরিকল্পনা বদলে যায়। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স করে সোজা তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। প্রথমে ঠিক করা হয়েছিল, হাসপাতাল থেকে সিদ্ধার্থের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরবর্তী সময় সেই পরিকল্পনা বদলে যায়। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স করে সোজা তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়।

మరింత సమాచారం తెలుసుకోండి: