দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। রবিবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে অনুমান। কলকাতায় পারদ ১২ ডিগ্রি ছুঁতে পারে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শেষে বিহার, ঝাড়খণ্ড লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা একই রকম পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবারের পর থেকে পারদ নামার ইঙ্গিত। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হবে আকাশ। বৃহস্পতিবার থেকে নামবে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ।
আগামী পাঁচ দিন ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী ২৪ ঘণ্টা কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। ৪ থেকে ৬ জানুয়ারি রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। গুজরাত, রাজস্থান ও উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel