২৪ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করবেন সৌরভ গাঙ্গুলিই। মেয়াদ শেষ হয়ে গেলেও আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাবেন সৌরভ গাঙ্গুলি। একইভাবে বোর্ড সচিবের দায়িত্ব পালন করবেন জয় শাহ। সুপ্রিম কোর্টে বুধবার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আর সচিব জয় শাহের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের শীর্ষ আদালত জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে হবে পরবর্তী শুনানি।

বিসিসিআই দেশের সর্বোচ্চ আদালতে লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। তার মধ্যে সৌরভ, জয়ের মেয়াদ বাড়ানোর আবেদনও ছিল। বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতেই হবে সেই পদাধিকারীকে। সৌরভদের মেয়াদ সেই হিসেবে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই আবেদন জানানো হয়েছিল। যাতে সৌরভ-জয়রা কাজ চালিয়ে যেতে পারেন প্রেসিডেন্ট ও সচিব পদে। 

మరింత సమాచారం తెలుసుకోండి: