নারদাকাণ্ডে দলের (Narada Arrest) নেতামন্ত্রীদের গ্রেফতারির খবরে সোজা নিজাম প্যালেসের পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, "আমি এই চত্বরেই বসে থাকব। কারও কারও অর্ডারে আপনারা এই কাজ করছেন। আমাকে আইন শিখিয়ে লাভ নেই। কোন নিয়মে গ্রেফতারি, না জেনে কোথাও যাব না।" অর্থাৎ গ্রেফতারির আইনসঙ্গত উত্তর না পেলে অবস্থানেই থাকছেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার হওয়া বিধায়ক মন্ত্রীদের আইনজীবীরাও রয়েছেন নিজাম প্যালেসে।  তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন নিজাম প্যালেসের গেটে। সূত্রের খবর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এখনও কথা বলতে পারেননি তাঁর দলের গ্রেফতার হওয়া নেতামন্ত্রীদের সঙ্গে।

প্রসঙ্গত, সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম। বাড়ির বাইরে দেখা যায় কলকাতা পুলিসকেও। কিছুক্ষণের মধ্যেই তাঁকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেফতার করা হল।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’’ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এর কিছু পরে জানা যায়, নারদ মামলায় গ্রেফতার করা হয়েছে মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও সুব্রত মুখোপাধ্যায়কেও (Subrata Mukherjee)। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসে এনে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়। আজই গ্রেফতার করে চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।

మరింత సమాచారం తెలుసుకోండి: