মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এ শহরে আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত মোট ৪ হাজার ৪ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ফের দেড়শোর কাছাকাছি কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে, রাজ্য জুড়ে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ১৯ হাজারের কাছে পৌঁছল। উত্তর ২৪ পরগনায় ফের ৪ হাজারের বেশি নতুন করে সংক্রমিত হয়েছেন। অন্য দিকে, কলকাতায় ১ দিনে ৩ হাজার ৭০০-র বেশি সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। গত কয়েক দিনে নতুন আক্রান্তের সংখ্যা টানা ১৯ হাজারের বেশি থাকায় মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.১৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

অন্যদিকে, কোভিড রোগীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন ঘাটালের অভিনেতা সাংসদ দেব। জেলায় দুটি ও কলকাতায় কোভিড রোগীদের জন্য একটি কমিউনিটি কিচেন চালু করলেন তৃণমূল সাংসদ। দেব নিজেই টুইট করে জানিয়েছেন, ঘাটাল(Ghatal), দাসপুর ও কলকাতায় খোলা হয়েছে কমিউনিটি কিচেন। সোমবার থেকে শুরু হয়েছে ওই পরিষেবা। কারা সুবিধে পাবেন ওই কমিউনিটি কিচেনের(Community Kitchen)?  জানা গিয়েছে, কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ থাকলেই কমিউনিটি কিচেনের খাবার পাওয়া যাবে। তবে করোনা আক্রান্ত রোগীরাই শুধু নয়, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরাও ওই সুবিধে পাচ্ছেন। তবে করোনা আক্রান্ত রোগীরাই শুধু নয়, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরাও ওই সুবিধে পাচ্ছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: