মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রদবদল হলো রাজ্য মন্ত্রিসবার। অর্থমন্ত্রকের দায়িত্ব নিজের কাছেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ আসনের তৃণমূল বিধায়ক পুলক রায় বর্তমানে রাজ্য মন্ত্রিসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী। তাঁকে পঞ্চায়েত দফতরের বাড়তি দায়িত্ব দেওয়া হল। হাওডা় জেলার প্রভাবশালী নেতা পুলক আগে ছিলেন দলের জেলা সভাপতির দায়িত্বেও। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সাধন পাণ্ডে (Sadhan Pande)। তাঁর জায়গায় ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইঞাকে (Manas Ranjan Bhunia)। দায়িত্ব বাড়ল পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং শশী পাঁজার। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন তিনি। নারী ও শিশু কল্যাণের পাশাপাশি শশী পাঁজা (Sashi Panja) সামলাবেন স্বনির্ভর দফতরের দায়িত্ব। তথ্য কমিশনের নতুন দুই সদস্য হলেন নবীন প্রকাশ এবং বীরেন্দ্র।

অন্যদিকে, সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালের কথা জানান। রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর পরই আবার ছটপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। আবার পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের উৎসবে মাতবেন আমজনতা। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও যে শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে, তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, প্রথমবার এই শীতেই রেড রোডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল। সেখানেই হাজির হবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। তবে শীতকালে কোন মাসে বা কতদিনের এই উৎসব চলবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

మరింత సమాచారం తెలుసుకోండి: