ইভিএমের বদলে ব্যালটেই ভোটের দাবীতে প্রায় সাড়ে ৬ হাজার কিমি রাস্তা হেঁটে ঘুরছেন উত্তরপ্রদেশের বাসিন্দা ওঙ্কার সিং ধিঁলো। গত ১৮ আগষ্ট তিনি রওনা দিয়েছেন উত্তরপ্রদেশ থেকে। শুক্রবার ২নং জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে বর্ধমানে এসে পৌঁছান প্রোমোটারী ব্যবসার সঙ্গে যুক্ত ওঙ্কার সিং। 

তিনি জানিয়েছেন, ব্যালটের মাধ্যমে ভোট হলে সেখানেও যে দুর্নীতি থাকবে না - এমনটা তিনি মনে করছেন না, কিন্তু ব্যালটে গরমিল করতে গেলে একাধিক মানুযষের প্রয়োজন। কিন্তু ইভিএমের ক্ষেত্রে একজন ব্যক্তিই ঘরে বসে সব হিসাব নিকাশ উলট পালট করে দিতে পারেন। তাই তিনি ইভিএমকে বাতিল করে ব্যালটের মাধ্যমেই ভোটের দাবীতে পায়ে হেঁটে ঘুরছেন। 

তিনি জানিয়েছেন, তিনি নিজে কোনো রাজনৈতিক দলের সমর্থক নন। তবে তাঁর দাবীর প্রতি সমস্ত রাজনৈতিক দলেরই তিনি শুভেচ্ছা পেয়েছেন। শুক্রবার বর্ধমানে আসার পর তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার। এদিন রাতে বর্ধমান কাটিয়ে শনিবার সকালে ফের জাতীয় সড়ক ধরে তিনি রওনা দেবেন দুর্গাপুরের উদ্দেশ্যে।

మరింత సమాచారం తెలుసుకోండి: