সাত সকালে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নোদাখালি থানার মোহনপুর এলাকা। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে নিহত ৩। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় কারখানার চাল। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়ে ৩ জনের। খবর পেয়ে নোদাখালি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কয়েক জন গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অসীম মণ্ডল, অতিথি হালদার এবং কাকলি মিদ্যা। প্রত্যেকেই মোহনপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগেই মোহনপুরের বাসিন্দা অসীম পাড়ার মধ্যেই বাজি কারখানা চালু করেন। এলাকার মানুষের তুমুল আপত্তি সত্ত্বেও সেই কারখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কারখানায় প্রচুর বারুদ মজুত করে রাখা ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চাল উড়ে যায়। আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আগুনে পুড়ে মৃত্যু হয় কারখানা মালিক অসীম-সহ তিন জনের।

অন্যদিকে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম হবে জাওয়াদ। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে শনিবার সকালে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যারা সমুদ্রের রয়েছেন তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। (এই প্রতিবেদনের ছবি প্রতীকী)

మరింత సమాచారం తెలుసుకోండి: