আইপিএল ফ্যাঞ্চাইজিগুলির জার্সির রঙে একঘেয়েমি এসে যাচ্ছিল বলে বহু ক্রিকেটপ্রেমী নেট মাধ্যমে বিরক্তি প্রকাশ করছিলেন। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের জার্সির রঙ একই রকম হওয়ায় অনেকেই মনে করছিলেন আইপিএল বোধ হয় ক্রমশ জৌলুস হারাচ্ছে। সে দিক থেকে লখনউয়ের একদম নতুন রকম জার্সি প্রতিযোগিতার জৌলুস বাড়াতে পারে। প্রকাশ্যে এল লখনউ সুপার জায়ান্টসের জার্সি। উজ্জ্বল হালকা সবুজ জার্সি পরে আইপিএল খেলবেন লোকেশ রাহুল, ক্রুণাল পাণ্ড্যরা। জার্সির সম্ভাব্য রংয়ের উপর ‘শীঘ্রই আসছে’ লিখে আগেই নেট মাধ্যমে প্রচার শুরু করে ছিল নতুন এই ফ্র্যাঞ্চাইজি। সম্পূর্ণ নতুন রঙের এই জার্সি দলকে আলাদা পরিচিতি দেবে বলে আশাবাদী লখনউ কর্তৃপক্ষ। এমন রঙের জার্সি এর আগে আইপিএলে দেখা যায়নি। নেট মাধ্যমে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে উজ্জ্বল সবুজ জার্সি পরে নেটে ব্যাটিং অনুশীলন করছেন ক্রুণাল। জার্সি প্রকাশ্যে আসার পর সমর্থকরা রীতিমতো উচ্ছ্বসিত। দলের জার্সির প্রশংসাও করেছেন তাঁরা।

অন্যদিকে, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল (IPL 2022) অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। আগামী ২৭ মার্চ ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই-দিল্লি (MIvsDC) মুখোমুখি। শনিবার আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন 'হিটম্য়ান'! নেটে ঝড় তুলছেন রোহিত। সেই ভিডিও পোস্ট করল পাঁচবারের ও সর্বোচ্চবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। রোহিতের সঙ্গে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিলেন দলের তরুণ তুর্কী ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)।

మరింత సమాచారం తెలుసుకోండి: