মহব্বতে, জহর-এর মতো ছবিতে অভিনয় করলেও বলিউডে এক্বারেই সফল অভিনেত্রী হয়ে উঠতে পারেননি শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। এ বছর ৪১-এ পড়লেন শমিতা শেঠি। বোনের ৪১ বছরের জন্মদিনে তাঁর সঙ্গে জমিয়ে নাচলেন দিদি। দুই বোনের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। বুঝতেই পারছেন (Shilpa Shetty) শিল্পা শেঠি এবং শমিতা শেঠির কথাই বলা হচ্ছে।
click and follow Indiaherald WhatsApp channel