এ ছাড়াও, সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৭৫০তম ম্যাচ খেললেন। এখানে জাভির (৭৬৭) থেকে কিছুটা পিছিয়ে তিনি। ২০০৪-০৫ বার্সেলোনার হয়ে লিগে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর টানা ১৭ মরশুম খেলছেন। এর মধ্যে ১০ বার লিগ খেতাব জিতেছেন। লা লিগায় বার্সেলোনার হয়ে ৪৫১ গোল এবং ১৮৫টি অ্যাসিস্ট করেছেন। ৩৬৯টি ম্যাচ জিতেছেন।
click and follow Indiaherald WhatsApp channel