দক্ষিণী ছবিতে অভিনয় করলেও বলিউডে পায়ের তলা মাটি কিছুতেই
শক্ত করতে পারছিলেন না। কিন্তু পিঙ্কের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি
বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। তাপসীর পরবর্তী ছবি হতে চলেছে
একটি সুপারন্যাচারাল থ্রিলার। ২০১৮ সালের ছবি ‘মনমরজিয়াঁ’ শুধু যে তাপসী পান্নু
ও অনুরাগ কাশ্যপের একসঙ্গে প্রথম ছবি তা নয়, এই প্রথম দুজনেই বলিউড
রোমান্টিক ছবিতে কাজ করেন। অনুরাগ কাশ্যপের ঘনিষ্ঠ বন্ধু তাপসী জানালেন, দুজনের পরের
ছবিটি হল এমন একটি বিষয় নিয়ে যা তাঁদের কাছে একেবারেই নতুন। শোনা গিয়েছে, তাপসী ও অনুরাগ
একটি সুপারন্যাচারাল (অতিপ্রাকৃত) থ্রিলার প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন।
click and follow Indiaherald WhatsApp channel