দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে হেলায় হারিয়ে দিয়ে সিরিজ জিতে নিল ভারত । একদিন আগেই অর্থাৎ চারদিনেই ম্যাচ জিতে নিয়ে বিরাট কোহলি রের্কড স্থাপন করল । অস্টেলিয়া দেশের মাটিতে জেতার রের্কড ভেঙে দিল বিরাট কোহলির দল । একই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের ২-০তে এগিয়ে গিয়ে সিরিজ জিতে নিল ভারত । ফলে তৃতীয় ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হল ।
চায়ের বিরতিতে ১৭২ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল সফরকারী দলের। শেষ পর্যন্ত ১৮৯ রানে দাঁড়ি পড়ল তাদের দ্বিতীয় ইনিংসে। উমেশ য়াদব ও রবীন্দ্র জাডেজা নিলেন তিন উইকেট। রবিচন্দ্রন অশ্বিন নিলেন দুই উইকেট। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি নিলেন এক উইকেট।
রবিবার সকালে প্রথম ওভারেই সাফল্য পেয়েছিলেন ইশান্ত শর্মা দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করেছিলেন এইডেন মারক্রামকে। পরে রিভিউ যদিও দেখাল বল উইকেটে লাগছিল না। পরপর আউট হয়েছিলেন থেউনিস দে ব্রুইন (৮), ফাফ দু’প্লেসি (৫), ডিন এলগার (৪৮)।
লাঞ্চের পরের দু’ঘণ্টার সেশনে তিন উইকেট হারায় প্রোটিয়ারা। রবীন্দ্র জাডেজাকে মারতে গিয়ে জঘন্য শটে বোল্ড হন কুইন্টন ডি’কক (৫)। জাডেজার বলেই প্রথম স্লিপে বাভুমার (৩৮) দুরন্ত ক্যাচ নেন অজিঙ্ক রাহানে। এরপর মুথুস্বামীকে (৯) ফেরান মহম্মদ শামি। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচ নেন রোহিত শর্মা। ১২৯ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে ফিলান্ডার (৩৭) ও কেশব মহারাজ (২২) অষ্টম উইকেটে ৫৬ রান যোগ প্রথম ইনিংসের মতোই লড়াই জারি রেখেছিলেন।  ফিলান্ডার ও রাবাডাকে ফেরালেন উমেশ। আর জাডেজা নিলেন কেশব মহারাজকে। ১৮৯ রানে দাঁড়ি পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংসে।
বিশাখাপত্তনমে প্রথম টেস্ট দাপটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ৬০১ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল টিম ইন্ডিয়া।


మరింత సమాచారం తెలుసుకోండి: