আনন্দ শর্মা থেকে কবীর হওয়াটা যথেষ্ট কঠিন ছিল। কিন্তু সেই আনন্দ শর্মা সেরা অভিনেতার পুরস্কার এনে দিল ঋত্বিক রোশনকে। দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋত্বিক। সুপার থার্টি ছবিতে গণিতবিদ্ আনন্দ কুমারের চরিত্রে অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে ফাউন্ডেশন পুরস্কার ২০২০-র সের অভিনেতা নির্বাচিত হয়েছেন হৃত্বিক। 'সুপার থার্টি' ছবিতে বিহারের বাসিন্দা আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করেন হৃত্বিক। যে আনন্দ কুমার একসময় বিনা পয়সায় গরিব মেধাবীদের ছাত্র-ছাত্রীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছিলেন। তবে স্রোতের বিপরীতে হাঁটাটা মোটেও সহজ নয়। আনন্দের কুমারের ক্ষেত্রেও সহজ হয়নি। লড়াই, লড়াই আর লড়াই। আর উপস্থিত বুদ্ধি দিয়েই বাজিমাত করেছেন আনন্দ। যার জন্য অবশ্য আনন্দকে হারাতেও হয়েছে অনেককিছুই। 'সুপার থার্টি'র গল্পে উঠে এসেছে সেই ছবিই। এই ছবিতে আনন্দ কুমারের ভূমিকায় হৃত্বিকের অভিনয় প্রশংসা পেয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel