শনিবার বাজেট প্রকাশের পর তীব্র সমালোচনা করলেন বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে দেশের নাগরিক। বাজেট পেশ এত দীর্ঘ সময় ধরে চলে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অসুস্থতা বোধ করলেন। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও সমালোচনা করেন।

বাজেট ২০২০ প্রসঙ্গে সমালোচনায় সরব হলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন "এই বাজেট ২০২০ ভারতীয় অর্থনীতিকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে পাঠানোর জন্য যথেষ্ট।" এই বাজেটের আগে ভারতীয় অর্থনীতি আইসিইউতে ছিল এবার অবশ্যই ভেন্টিলেশনে যাবে।

তিনি আরও বলেন "জনগণ-বিরোধী, ভাবনাহীন এই বাজেট মানুষকে সবদিক দিয়ে পিরমিডের একদম নীচে ঠেলে দেবে।" অমিত মিত্র শনিবার দাবি করেছেন, ভারতীয় অর্থনীতি বিপন্ন হওয়ার যে কারণ, সেই কারণগুলো সমধান করার দিশা দেখানো হয়নি এই বাজেটে। তিনি বলেছেন, জিডিপি'র হার ১১ বছরে সর্বনিম্ন, বিনিয়োগ সূচক ১১ বছরে সর্বনিম্ন, উৎপাদন ক্ষেত্রের হাল ১৫ বছরে সর্বোচ্চ খারাপ। কৃষি ক্ষেত্রের অবস্থাও খারাপ। এই সব ক্ষেত্রে কীভাবে উন্নতি সম্ভব বলা হয়নি বাজেটে।

మరింత సమాచారం తెలుసుకోండి: