বলিউডে তিনি সুন্দরী অভিনেত্রী। বলিউডে পায়ের তলার মাটিও শক্ত করে ফেলেছেন\r\nতিনি। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ থাকেন ইলিয়ানা ডিক্রুজ। সম্প্রতি একটি\r\nবিকিনি পরে ভিডিয়ো পোস্ট করেছেন ইলিয়ানা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
গুঞ্জন, অস্ট্রেলিয়ান বন্ধু অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে বিচ্ছেদের পর\r\nমন ভেঙে যায় ইলিয়ানার। মন ঠিক করার জন্য অজয় দেবগণের কাছে ছুটে যান বলেও খবর ছড়ায়।\r\nসম্প্রতি পাগলপন্থি-র শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। এই ছবিতে ইলিয়ানার সঙ্গে\r\nস্ক্রিন শেয়ার করেন জন আব্রাহাম, অনিল কাপুরের মতো অভিনেতারা।
click and follow Indiaherald WhatsApp channel